নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কুমারপাড়া ঘোষপাড়া এলাকায় নিজ বাড়ী থেকে মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা মায়া রানী ঘোষ এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা তাকে হত্যা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১সেপ্টেম্বর) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের ভাষ্যমতে,স্বামী সন্তানহীন মায়া রানী ঘোষ ২০১০ সালে অবসরে যান। সম্প্রতি তাঁর বাড়ি থেকে ভাড়াটিয়ারা চলে গেলে তিনি একাই বসবাস করতেন সেখানে। আজ দুপুরে তাঁর পালিত মেয়ে পুতুল রানী বাড়ি এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মোবাইল, হাতের বালা ও গলার সোনার চেইন নিয়ে গেছে দুবৃর্ত্তরা। আসামীদের ধরতে অভিযান ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এসআই ইফতেখায়ের বলেন, এটা নিয়ে কাজ চলছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে প্রকৃত ঘটনা।