নিজস্ব প্রতিবেদক: মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সকল সুপারভাইজারদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
সভায় সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু জানান, নাগরিক সেবার সর্বোচ্চ প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিস্কার-পরিচ্ছন্নতা, ড্রেন, রাস্তা নির্মাণ, মশক নিধন, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষাসহ সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করে থাকে এ প্রতিষ্ঠানটি। রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশের সুনাম দেশের সর্বত্র। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণের পর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এ নগরীর পরিবেশের উন্নয়নের।
তাঁর গতিশীল নেতৃত্বে এ নগরীর উন্নয়নসহ সকল কাজ এগিয়ে চলেছে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের স্বপ্ন এ নগরীর উন্নয়ন। তাঁর সেই পূরণে সকলকে একযোগে কাজ করতে হবে। তবেই আমরা এ নগরীকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারব। পরিচ্ছন্ন কাজে নিয়োজিত সকলকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন পরিদর্শক মোফাজ্জল হোসেন, পরিচ্ছন্ন পরিদর্শক শাহীন রেজা, রেজাউল করিম ী ইকবাল হোসেন ডেভিডহর কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।