নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার ২০২১-২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আজ বৃহষ্পতিবার বেলা ১২ ঘটিকায় রাজশাহীর তেরখাদিয়া শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় ক্রীড়া স্টেডিয়ামের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাক হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফা, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবি অনু, কোষাধ্যক্ষ আকবর আমিন বিদ্যুৎ ও সদস্য ফরহাদ হোসেন।