নিজস্ব প্রতিবেদক: আগামী মাসের সাত তারিখ রাসিক ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। এরমধ্যে টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে দিনরাত প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থী মহানগর আওয়ামী লীগের (বোয়ালিয়া পশ্চিম) সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রাসেল জামান।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরের অত্র ওয়ার্ডের মাস্টারপাড়া, কাঁচা বাজার ও সাহেব বাজার এলাকায় প্রচারণা করেন। এ সময়ে তিনি প্রতিটি ব্যবসায়ীর নিকট যান, কুশল বিনিময় করেন। সেইসাথে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময়ে তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচনে বিজয়ী হলে অত্র ওয়ার্ডের উন্নয়নে তিনি সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করবেন।
কাঁচাবাজারসহ ওয়ার্ডের সকল প্রকার রাস্তার উন্নয়ন করবেন। এছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজী, বাল্যবিবাহ ও মাদক কঠোর হস্তে দমন করবেন তিনি। সেইসাথে বর্তমান মেয়র এ.এইচ. খায়রুজ্জামান লিটনের সুদৃষ্টি নিয়ে এলাকার ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।
এসময়ে উপস্থিত ছিলেন রাসেল, লাইজু, জাফর, অপু, রিপন, শাহীন, আকতার, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আজাদ এবং সাধারণ সম্পাদক ফাইজুলসহ আরো অনেকে।