নিজস্ব প্রতিবেদক: শারীরিক প্রতিবন্ধী জেসমিন খাতুনকে হুইল চেয়ার দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে তাকে হুইল চেয়ার প্রদান করেন মেয়র।
রাজশাহী কলেজ থেকে মাস্টার্স পাশ করা জেসমিন খাতুন হুইল চেয়ার পেয়ে রাসিক মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হুইল চেয়ারটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সেইসাথে আমি মেয়র প্রতি কৃতজ্ঞ। এর আগেও মেয়র আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এ সময় রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ উপস্থিত ছিলেন।