নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ৭ সেপ্টেম্বর রাসিক ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছেন মহানগর আওয়ামী লীগের (বোয়ালিয়া পশ্চিম) সাংগঠনিক সম্পাদক সমাজসেবক রাসেল জামান।
তিনি আজ শুক্রবার অত্র বাদ মাগরিব, ওয়ার্ডের নিজ নির্বাচনী কার্যালয়ে নারী ভোটারদের নিয়ে মতবিনিময় সভা করেন। এই সভায় দরগাপাড়ার নারী নেত্রী বেদানা, ববি, মাহফুজু, তুহিনা ও রুমির নেতৃত্বে ৩০০জন নারী রাসেল জামানের পক্ষে সমর্থন জানিয়ে প্রচার প্রচারনা ও ভোট প্রদান করার প্রতিশ্রুতি দেন। এ সময়ে তারা বলেন, অতিতে এই ওয়ার্ডে অনেক কাউন্সিলর নির্বাচিত হয়ে এসেছেন। কিন্তু তাঁরা সঠিকভাবে এই ওয়ার্ডের উন্নয়ন করতে পারেননি।

তারা আরো বলেন, রাসেল জামান নির্বাচিত প্রতিনিধি না হলেও করোনাকালীন সময়ে জনগনের পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। নারীনেত্রীসহ উপস্থিত নারী ভোটরগণ বলেন, করোনার এই সময়ে অন্যান্য প্রার্থীর খবর না থাকলেও রাসেল এই ওয়ার্ডের জনগনের পাশে থেকে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।
শুধু তাইনয় যারা সরাসরী এই সহায়তা নিতে লজ্জাবোধ করেছেন তাদের বাড়িতে রাতের অন্ধকারে তিনি খাবার সামগ্রীসহ অন্যান্য সহায়তা পৌঁছে দিয়েছেন। সকলেই এই ধরনের জনদরদী, উদীয়মান নেতাকে চান বলে উপস্থিত সবাই কোনরকম চাপ ও ভয়ভীতির উর্ধ্বে থেকে রাসেল জামানকে সমর্থন দিলেন বলে উল্লেখ করেন।
প্রার্থী রাসেল জামান উপস্থিত নারী ভোটার ও নারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা যেভাবে আমাকে সমর্থন দিলেন, নির্বাচিত হলে এর প্রতিদান ও মর্যাদা অবশ্যই রাখবো। কারন এই ওয়ার্ডের সকলেই তাঁর আত্মীয় ও প্রতিবেশী। তিনি কাউন্সিলর না হয়েও যে ভাবে জনগণের পাশে ছিলেন। আগামীতেও সবার পাশে থাকতে চান এবং এলাকার উন্নয়ন করতে চান। আর এজন্য আগামী মাসের ৭ তারিখে টিফিন কেরিয়ার মার্কায় ভোট প্রদান করে তাকে বিজয়ী করার অনুরোধ করেন। সেইসাথে সকলের দোয়া ও সমর্থন প্রার্থনা করেন তিনি।
সভায় রাসেল জামানের মেজো ভাই সামসুজ্জামান আওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।