নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবর মাসের ৭ তারিখ বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা প্রচার প্রচারানয় আরো ব্যস্ত হয়ে পরেছেন। এই উপনির্বাচনে টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছেন মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক রাসেল জামান। আজ মঙ্গলবার বিকেলে অত্র ওয়ার্ডের দরগাপাড়া হতে হাজার হাজর ভোটার ও সমর্থক নিয়ে পথাসভা করেন তিনি।
এসময়ে তারা ৯নং ওয়ার্ডের সকল পাড়া ও মহল্লা প্রদক্ষিণ করেন। সেইসাথে তারা টিফিন কেরিয়ারের পক্ষে ভোট প্রদানের জন্য নানা ধরনের স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে পুরো ওয়ার্ড মুখরিত হয়ে ওঠে। প্রদক্ষিণ শেষে পথসভা করেন তারা। পথসভায় রাসেল জামান বলেন, এই ওয়ার্ডের উন্নয়ন করার জন্যই তিনি নির্বাচন করছেন এবং অত্র ওয়ার্ডের আশি ভাগ মানুষ তাকে সমর্থন দিয়েছেন। তাদের সমর্থন ও আশির্বাদে তিনি নির্বাচিত হবেন বলে আশাব্যক্ত করেন। কোন রকম ভূল না করে টিফিন কেরিয়ার প্রতিকে ভোট প্রদান করে বিজয়ী করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানান রাসেল।
এসময়ে আকতার, সাবু, রহমান, মিঠু, সবুর, রাসেল, দিপু, মিলু, আরিফ, রানা ও অপুসহ অত্র ওয়ার্ডের সুধিজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।