নিজস্ব প্রতিবেদক: প্রচার প্রচারনার আর মাত্র বাঁকী ছয় দিন। পাঁচ অক্টোবর রাত ১২টার পরে নিয়মানুযায়ী সকল প্রকার প্রচার প্রচারনা বন্ধ হয়ে যাবে। এজন্য প্রার্থীরা নাওয়া খাওয়া ছেড়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং নিজের জন্য ভোট প্রার্থনা করছেন।
আগামী মাসের ৭ তারিখ বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন। এই উপনির্বাচনে টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছেন মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক রাসেল জামান।
তিনি আজ বুধবার নিয়মানুযায়ী প্রচার শুরু করেন। এসময়ে তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় যান এবং ভোট প্রার্থনা করেন। সেইসাথে মুরুব্বিদের নিকট হতে দোয়া নেন। এসময়ে রাসেল বলেন, যতই ভোট প্রার্থনা করিনা কেন আলাøহর নির্দেশনা এবং গুরুজনদের দোয়া না থাকলে কামিয়াব হওয়া যাবে না। সেজন্য তিনি সকলের দোয়া এবং ভোট প্রার্থনা করছেন।
তিনি আরো বলেন, জনগণ বুঝে গেছে যোগ্য প্রার্থীকে ভোট না দিলে এলাকার উন্নয়য়ন হয়না। ওয়ার্ডবাসী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। ভোটার ও সাধারণ জনগণ এটা বুঝে তাঁকে মনোনিত করেছেন এবং সমর্থন দিয়েছেন। সেইসাথে তার হয়ে রিতিমত নির্বাচনী মাঠে কাজ করছেন। তিনি বলেন, শুধু পুরুষরা নয়, নারী ভোটার এবং হাজার হাজার সাধারণ নারীরা তার পক্ষে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি।
রাসেল বলেন, তাঁর জনপ্রিয়তা দেখে কিছু মহল মিথ্যাচার করছে। যাই হোক জনগণ এর প্রকৃত জবাব দেবে ভোটের মাধ্যমে। জনগণ তাকে বিজয়ী করে এই ওয়ার্ডের উন্নয়নে অংশিদার করবেন বলে জানান রাসেল। শেষে আবারও তিনি ওয়ার্ডের সকল ভোটারের ভোট এবং দোয়া প্রার্থনা করেন।