শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী নেত্রীকে নির্যাতন করার প্রতিবাদে রাজশাহীতে হরিয়ান বিএনপির সংবাদ সম্মেলন শেখ হাসিনা পাকিস্তানী হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গিয়েছিলো: মিলন জনগণের অনুমতি ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারবে না: মিলন রাজশাহী অঞ্চলের নদ-নদী, খাল-বিল দুষণ ও দখলমুক্ত করে পুনঃখনন দাবিতে স্মারকলিপি শেখ হাসিনা মায়ের কোলে থাকা শিশুকেও হত্যা করতে ছাড়েনি: মিলন ইউসেপ বাংলাদেশ ও সিসিপ-বাইওয়া-এর নিয়োগ কর্তা সভা অনুষ্ঠিত এক দফা দাবীতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন মিনু-মিলনকে নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবেনা: বিএনপি হড়গ্রাম ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মুঞ্জুর রহমান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে রাসিক ৯নং ওয়ার্ড উপনির্বাচনের প্রচার প্রচারণা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৪ বার দেখা হয়েছে
Democrat vs republican poll, democratic decision and primary voting conceptual idea with Vote election campaign button badges and the united states of america flag

নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবর মাসের সাত তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশেনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন। এই নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। সবাই এখন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে কোন কোন প্রার্থী আচরণ বিধি লংঘন করছেন। করোনার কারনে মিছিল ও গণজাময়েত বন্ধ থাকলেও মানছেন না তারা।

প্রতিদিন বিকেল হলেই কোন কোন প্রার্থী বিশাল জনবহর নিয়ে শো-ডাউন করছেন। তারা নির্বাচনে নিজের অস্তিত্ব জানান দিচ্ছেন। কেউ মানছেন না সরকারী বিধি নিষেধ। কারো মুখেই নেই মাস্ক। দেখে মনে হচ্ছে দেশে কোন সংক্রম বিরাজমান নাই। এতে করোনা সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।

এছাড়াও কোন কোন প্রার্থী হলফ নামায় যে পরিমান অর্থ ব্যয় করার কথা বলেছেন এবং নির্বাচনী নীতিমালায় যা রয়েছে তার থেকে দুই থেকে তিতনগুণ বেশী অর্থ এ কয়েদিনে ব্যয় করে ফেলেছেন। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা। সেইসাথে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে দেখা দিয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা।

অত্র ওয়ার্ডের প্রবীন ও নবীন ভোটারগণ চাচ্ছেন একজন শিক্ষিত ও মার্জিত ব্যক্তি এই ওয়ার্ডের কাউন্সিলর হোক। এলাকাবাসী ও নির্বাচন অফিসের প্রার্থীদের হলফ নামা থেকে জানা যায়, রেডিও প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন শামিমুর রহমান রিডার, তিনি বিএ (পাস)। করাত প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন সাইফুল্লাহ শান্ত। তিনি এল.এল.বি (অনার্স) (পাস) যুক্তরাজ্য থেকে।

সোয়েব হোসেন বাবু এইচ.এস.সি (পাস)। তিনি ঘুড়ি প্রতিক নিয়ে নির্চাচন করছেন। এ.কে.এম রাশিদুল হাসান টুলু, এইচ.এস.সি(পাস)। তিনি ঠেলাগাড়ী প্রতিক নির্বাচন করছেন। এছাড়াও রাসেল জামান তিনি অস্টম শ্রেণি পাস। তিনি টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন। তবে কোন প্রার্থীই ফৌজদারী মামলায় অভিযুক্ত নয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin