নিজস্ব প্রতিবেদক: দিন যতই যাচ্ছে, রাসিক ৯নং ওয়ার্ডের উপনির্বাচনে দিন ততই ঘনিয়ে আসছে। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রচার প্রচারণায় রাতদিন সময় পার করছেন প্রার্থীরা। এর মধ্যে রাসেল জামান টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে তিনি প্রায় দুই হাজার নারী ভোটার ও সমর্থক নিয়ে পথসভা করেন। তিনি অত্র ওয়ার্ডের প্রতিটি পাড়া, মহল্লা ও ওলি-গলির রাস্তা প্রদক্ষিণ করেন। এসময়ে ওয়ার্ডে উৎসবে পরিণত হয়। রাস্তার পাশের বাসিন্দারা রাসেল জামানকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সেইসাথে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।
ওয়ার্ড প্রদক্ষিণ শেষে পথসভায় রাসেল বলেন, দিন যতই পার হচ্ছে, ততই তার ভোটার ও সমর্থক বাড়ছে। যারা তার সাথে রয়েছেন তারা কেউ অন্য প্রার্থীকে ভোট দেবেন না বলে জোর দাবী জানান তিনি। যারা তার কর্মী সমর্থকদের নিয়ে মিথ্যাচার করছে তারা অবশ্যই ফাঁকিতে পরবে। কারন তারা মিথ্যা মরিচিকার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাসেল আরো বলেন, তিনি কোন প্রার্থীকে নিয়ে সমালোচনা করতে চাননা। কারন তারা সবাই একই এলাকার বাসিন্দা। সকাল হলেই সবার সাথে দেখা হবে কথা হবে। তিনি অন্যান্য প্রার্থীদের একই আচরণ করার অনুরোধ করেন। সেইসাথে অত্র ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে টিফিন কেরিয়ার মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার অনুরোধ করেন রাসেল।