শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী নেত্রীকে নির্যাতন করার প্রতিবাদে রাজশাহীতে হরিয়ান বিএনপির সংবাদ সম্মেলন শেখ হাসিনা পাকিস্তানী হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গিয়েছিলো: মিলন জনগণের অনুমতি ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারবে না: মিলন রাজশাহী অঞ্চলের নদ-নদী, খাল-বিল দুষণ ও দখলমুক্ত করে পুনঃখনন দাবিতে স্মারকলিপি শেখ হাসিনা মায়ের কোলে থাকা শিশুকেও হত্যা করতে ছাড়েনি: মিলন ইউসেপ বাংলাদেশ ও সিসিপ-বাইওয়া-এর নিয়োগ কর্তা সভা অনুষ্ঠিত এক দফা দাবীতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন মিনু-মিলনকে নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবেনা: বিএনপি হড়গ্রাম ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মুঞ্জুর রহমান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ

রাসিক ৯নং ওয়ার্ড উপনির্বাচনে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি

  • প্রকাশ সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড উপনির্বাচনকে কেন্দ্র করে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে। এমন অভিযোগে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাসেল জামানের বড়ভাই কামরুজ্জামান রুবেল। গত শনিবার রাতে এই জিডি’টি নথিভুক্ত করা হয়েছে।

জিডি ও তথ্য সূত্রে জানা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের শূন্যপদে উপনির্বাচন ঘোষনার পর থেকে
নিজেকে প্রস্তুত করেন নগরীর দরগাপাড়া এলাকার তরুন নেতা রাসেল জামান। এরপর থেকে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরেন এবং ভোটারদের নিকট আস্থা অর্জন করেছেন। তিনি নির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তার জনপ্রিয়তা দেখে অনেকেরই চক্ষুশুল হয়েছে রাসেল জামান। তাই এলাকায় জনপ্রিয়তা নষ্ট ও হেয়প্রতিপন্ন করতে একটি মহল অবলীলায় নেমেছে। তবে রাসেল জামান বিপুল ভোট ব্যবধানে জয়লাভ করবে এমনটায় প্রত্যাশা এলাকাবাসির।

এই বিষয়ে রাসেল জামানের বড়ভাই কামরুজ্জামান রুবেল বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে নানান অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ প্রার্থী ও সমর্থকরা। রাসেল যে, সৎ ও যোগ্য ছেলে তা জনগণ বুঝতে পেরেছে। তাই জনগণ রাসেলের পক্ষে আনন্দের সাথে কাজ করছে। এই এলাকার সকল জনগণ আজ জেনে গেছে, রাসেল বিজয়ী হলে নিশ্চিত উন্নয়ন হবে। তাই এই এলাকার উৎসুক জনতা নির্ভিক অতন্দ্র প্রহরীর মত সব সময় মাঠে রয়েছে।
তিনি আরো বলেন, রাসেলের (টিফিন ক্যারিয়ার) প্রতিদ্বন্দী প্রার্থীরা তাদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে,তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয় তারা রীতিমতো আমার নাম ও ছবি ব্যবহার করে নতুন আইডি খুলে অপপ্রচার শুরু করেছে। আমি নিশ্চিত করে বলবো রাসেল যে ভোট পাবে, ৯ নং ওয়ার্ডে কোনদিন কোন কাউন্সিলর এত ভোট পাইনি। তাই বলবো কারো কথায় প্ররোচিত বা প্রলোভিত না হয়ে রাসেল জামানের টিফিন ক্যরিয়ারের পক্ষে কাজ করুন।

তবে এই ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার নিয়ে অন্যরকম মন্তব্য করেছেন এলাকার সাধারণ জনগণ। তাদের দাবী, কোন বাঁধা বা অপপ্রচার করে আমাদের থামাতে পারবেনা, আমাদের সরাতে পারবেনা। এই অপপ্রচার যে বা যারা চালাচ্ছে, আমরা ৯ নং ওয়ার্ডবাসি এই অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরে এই বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ২ অক্টোবরে একটি আইসিটি আইনে জিডি গ্রহন করা হয়েছে। “গফ জঁনবষ ঔধসধহ (জধংবষ াধর)” নামের একটি ভুয়া ফেসবুক আইডি খুলেছে। তার লিংক আমরা পেয়েছি। খুব দ্রুত এই আইডির হোতাকে ধরা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin