নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য স্থানের ন্যায় আগামী ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখ রাজশাহীর পবা উপজেলার সকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৫নং হড়গ্রাম ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন মাস্টার। তিনি আজ শুক্রবার বেলা ১২টার দিকে তিনি দলীয় প্রতিন নৌকা উপজেলা নির্বাচন অফিসারের নিকট হতে গ্রহন করেন। এসময়ে তার সঙ্গে দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিক হাতে নিয়ে ফারুক বলেন, এ প্রতিক বাংলাদেশের স্বাধীনতার প্রতিক। এই প্রতিকের অমার্যদা কোনভাবেই করা যাবেনা। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁকে যোগ্য মনে করে নৌকা প্রতিক হাতে তুলে দিয়েছেন। তিনি এই প্রতিকের সম্মান রাখবেন বলে জানান। সেইসাথে অত্র ইউনিয়নের উন্নয়নের স্বার্থে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শাক্তশালী করতে নৌকা প্রতিকে তিনি ভোট প্রার্থনা করেন। সেইসাথে এই সরকারের নানা মূখি উন্নয়ন সম্পর্কে আলোকপাত করেন।
তার সঙ্গে থাকা একাধিক নেতা ও সাধারণ জনগণ বলেন, তিনি হড়গ্রাম ইউনিয়নের উন্নয়নের জন্য দীর্ঘ পাঁচ বছর ধরে মাঠে কাজ এবং অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। করোনার দূর্দিনেও তিনি সকলের পাশে ছিলেন। আওয়ামী লীগের নিবেদিত প্রাণ এই নেতা ইউনিয়নের বিভিন্ন গোরস্থান, মসজিদ, মন্দির, গীর্জা ও ঈদগাহসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়েনর জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তার অক্লান্ত পরিশ্রমের কাশিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন র্নিমানের কাজটি এগিয়ে যাচ্ছে। তিনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুলটির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে জানান তারা।
এলাকাবাসী আরো বলেন, অত্র ইউনিয়নের ১. ২ ও ৩ নম্বর ওয়ার্ডকে তিনি মাদক মুক্ত করেছেন। দূর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়িয়েছেন। অত্র ইউনিয়নের উন্নয়নের জন্য দিনরাত তিন মাঠে কাজ করে যাচ্ছেন। তাঁর এই সমস্ত কাজ এবং এক শিক্ষিত ও মানুষ গড়ার কারিগর হিসেবে ইউনিয়নবাসীও তাঁকে আগামীতে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা। সেইসাথে সকল দ্বিধাদন্দ ভূলে নৌকায় ভোট প্রদান করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং পবা-মোহনপুরের সংসদ সদস্য জননেতা আয়েন উদ্দিনের হাতকে শক্তিশালী করার জন্য ইউনিয়নবাসী তথা সকল ভোটারদের অনুরোধ করেন উপস্থিত জনগণ। সেইসাথে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র না করে দলের স্বার্থে এবং ইউনিয়নের উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য দলীয় নেতৃবৃন্দদের অনুরোধ করেন তারা।