নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আজ বুধবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হলো করোনার বুস্টার ডোজ প্রদান। প্রথম দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০০ ও পুলিশ লাইন হাসপাতালে ৪০০ জনকে ফাইজারের টিকা দেয়া হয়। পর্যায়ক্রমে এই ডোজ বাড়ানো হবে। সকাল ৯টায় শুরু হয়ে এই কার্যক্রম চলে দুপুর ১ টা পর্যন্ত। যাদের পুর্বে টিকা প্রদান ৬ মাস অতিক্রান্ত হয়েছে এবং এসএমএস পেয়েছেন সেসব ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথম দিনে বুষ্টার ডোজ গ্রহনের সুযোগ পেয়েছেন।
এসএমএস ছাড়া বুস্টার ডোজ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। তিনি বলেন, আপাতত ষাটোর্ধ ব্যক্তিরা বুস্টার ডোজ পাচ্ছেন। আগে ভিন্ন ভিন্ন টিকা নিলেও বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজারের টিকা। এতে কোন সমস্যা হবে না।
তিনি আরো জানান, বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে প্রথমে বয়সটা বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্রন্টলাইনার থাকলে তিনিও পাবেন। পরবর্তীতে যাদের বয়স ষাটের নিচে তারা বুস্টার ডোজ পাবেন। ঐ সময় বয়স কম হলেও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ দেওয়া হবে।
এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, বুস্টার ডোজ প্রয়োগে ২৭ ডিসেম্বর সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে নির্দেশনা এসেছে। এরপর মঙ্গলবার সিটি কর্পোরেশন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়। এর ফলশ্রুতিতে বুধবার থেকে কার্যক্রম শুরু করছে সিটি কর্পোরেশন। উপজেলাগুলোতেও দ্রুতই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, রাজশাহী জেলায় এপর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ১২ লাখ সাড়ে ৬১ হাজার জন এবং ২য় ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ৮ লাখ ৩৬ হাজার জন।