বিশেষ প্রতিনিধি,সুপ্রভাত রাজশাহী
আজ ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’।
বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ-নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে তাদের সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ অক্টোবর আন্তর্জাতিকভাবে এ দিবস পালন করা হয়।
পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে বুধবার ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০১৬ পালন করা হয় ।
সারাদেশের মানুষকে তথ্যের অধিকার বিষয়ে আরো সচেতন করতে ও তথ্য নিশ্চিত করতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র উদ্যোগে এক আলোচনা সভা সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন সনাক, রাজশাহী’র সভাপতি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস ।
এরপর টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: মনিরুল হক আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক উপস্থাপনা সভায় উপস্থাপন করেন। তিনি তথ্য প্রাপ্তির আবেদন, আপীল ও অভিযোগ দায়েরের পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর মুক্ত আলোচনায় সাংবাদিক ও সনাক সদস্য মো: গোলাম সারওয়ার, সিসিবিভিও সংগঠনের মনিটরিং অফিসার শাহাবুদ্দিন সিহাব, টিএমএসএস-এর আঞ্চলিক ব্যবস্থাপক আরিফুল ইসলাম এবং সংগ্রামী জীবন মহিলা সমবায় সমিতি লি: এর সভাপতি সায়েমা পারভীন অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন- তথ্য প্রকাশ ও তথ্যে অভিগম্যতার সুবিধার্থে ডিজিটাল টুলসের ব্যবহার বৃদ্ধিতে মনোযোগী হতে হবে; তথ্য অধিকার আইন, ২০০৯ এর পরিপন্থী বিদ্যমান আইনসমূহ সংস্কার করতে হবে; নতুন কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তথ্য অধিকারের মূল চেতনার পরিপন্থী বা আইনটির কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে- এমন কোনো ধারা যাতে সংযোজিত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে; তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করতে হবে; তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার বিধান করতে হবে; এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে জ্ঞান ও তথ্য প্রদানে প্রতিষ্ঠানের সক্ষমতা অর্জনে বিভিন্ন কারিগরি ও অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করতে হবে। সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তথ্য প্রদানে আগ্রহ সৃষ্টির উদ্যোগ নিতে হবে।
আলোচনা সভায় তরুণ শিক্ষার্থীবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জে. সি/সুপ্রভাত রাজশাহী