নিজস্ব প্রতিবেদক: তিন ডিসেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই গণসমাবেশ সফল করতে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী ও সাধারণ জনগণ সমাবেশ স্থলে উপস্থিত হন। এই গণসমাবেশকে সফল করতে সকল প্রকার কাজকর্ম ফেলে রেখে সমাবেশ স্থলে উপস্থিত হওয়ায় জেলা বিএনপি’র উদ্যোগে নেতাকর্মী ও সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য গতকাল বিকেলে সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মতিউর রহমান মন্টু, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য সৈয়দ মুহাম্মদ মহসিন, অধ্যাপক আব্দুস সামাদ. শেখ মকবুল হোসেন, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান ও তাজমুল তান টুটুল।
আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদা হাবিবা, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি এখন আরো সুসংগঠিত হয়েছে। অবৈধ রকারের অনমানবিক আচরণ ও পুলিশি নির্যাতন উপেক্ষা করে সারা বাংলাদেশে বিএনপি গণসমাবেশ করছে। সকল সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। রাজশাহীতে আরো বেশী জনগণ উপস্থিত ছিলেন। এখানে স্বরনকালের পুলিশি বাধা, মাঠে জনগণকে প্রবেশ করতে না দেয়া, গণসামবেশের পূর্বে আগত নেতাকর্মীদের হয়রানী, রান্নার চুলায় পানি ঢেলে দেয়া এবং খাবারের হাড়ি ফেলে দেয়া ও জোর করে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা এই রাজশাহীতে ঘটে।
বিশেষ কিছু পুলিশের এত সব নাটকের পরেও সমাবেশকে তাার বাধা প্রদান করতে পারেনি। সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ৩০ নভেম্বর হতে সমাবেশের দিন পর্যন্ত ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আসেন। সেইসাথে মাঠের চারিদিকের রাস্তা, নদীর ধার লোকে লোকারণ্য হয়ে যায় বলে উল্লেখ করেন তিনি। এত বাধা, আটক ও নির্যাতন সহ্য করে গণসমাবেশ সফল করায় রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ রাজশাহী মহানগর ও বিভাগের সকল জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের নেতাকর্মীদের জেলা বিএনপি’র পক্ষ থেকে বিশেষ ভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।