নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক এর মা মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপশহরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন(ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি তিন ছেলের জননী ছিলেন। তবে এর মধ্যে এক ছেলে তাঁর পূর্বেই মৃত্যুবরণ করেন। আজ বুধবার সকাল ১০টায় উপশহর ঈদগার মাঠে মুরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রফিক আলম এর মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ডেইলি সুপ্রভাত রাজশাহী পরিবারের সকল সদস্যসহ প্রকাশক ও সম্পাদক ফজলুল করিম বাবলু।