নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি তাজবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তানোর উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে সৌজন্য সাক্ষাৎ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, জেলা কৃষক লীগের সাবেক সদস্য আব্দুল খালেক, তানোর উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক, মোহনপুর উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সরনজাই ইউনিয়নের কৃষক লীগের সভাপতি আক্কাস আলী, কলমা ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক এনামুল হকসহ কৃষক লীগের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।