নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিক রফিকুল ইসলাম রবির নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমবেশ অনুষ্ঠিত হয়। ঢাকার নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পল্লবী থানার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেনকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজ মোড় হতে বিক্ষোভ মিছিল বের করে মহানগরীর সাহেব বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মলোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সামবেশে রবি বলেন, এই সরকার বাঘের পিঠে উঠে চলা শুরু করেছে। যে কোন সময়ে বাঘের পেটে ঢুকে যাবে। পুলিশের এই নারকীয় হত্যাযজ্ঞ, নির্বিচারে গুলি ও নেতাকর্মীদের আটক করে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে দোষি পুলিশ সদস্যদের আগামীতে আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করা হবে বলে উল্লেখ করেন তিনি।