নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রোববার দুপুরে নিজ কার্যালয়ে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা কমিটির সভাপতি নবাব আলী এবং রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতি লি: এর সভাপতি নাজমুল ইসলাম।
সভাপতি রবি বলেন, ইনসাব দীর্ঘদিন থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। সেইসাথে শ্রমিকদের নানাভাবে সহযোগিতা করে আসছে। এই সংগঠনের যে অফিসটি রয়েছে তা সংস্কার করা প্রয়োজন। সেইসাথে ইনসাব এর প্রতি বিশেষ নজর রাখার জন্য চেয়ারম্যান এর নিকট অনুরোধ করেন তিনি। চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল শ্রমিকদের পাশে সর্বদা থাকবেন বলে আশ^াস প্রদান করেন।