নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মরহুম এ্যাডভোকেট এমরান আলী সরকারের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এমরান আলী সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।
অলোচনা ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও বজলুল হক মন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামন জনি, জাসাস এর সভাপতি এডভোকেট রজব আলী ও তাঁতী দল রাজশাহী মহানগরের আহ্বায়ক আরিফুল শেখ বনিসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
আলোচনায় মরহুম এমরান আলীর বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।