নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবি দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাজশাহী জেলা কৃষক লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম ও সাধারণ সম্পাদক, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, সদস্য আসাদুল হক দুখু, কাজী আব্দুল হান্নান তংকু, বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু ও খোকনুজ্জামান মাসুদসহ জেলা ও উপজেলা কৃষকলীগের অন্যান্য নেতাকর্মী নেতৃবৃন্দ।