নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবি দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর অফিসে শহীদদের রুহের মাগফিরাত কামনা কওে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
পুস্পস্তবক অর্পন ও দোয়ায় উপস্থিত ছিলেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতা ও গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।