নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি নানা আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন তারা।
এরপরে একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধের উপরে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অত্র প্রতিষ্ঠানের হলরুমে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। উপস্থিত ছিলেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য যোগেন্দ্রনাথ সরেন, সুসেন কুমার স্যামদুয়ার ও কস্তান্তিনা হাঁসদা, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও কবীর আহম্মেদ বিন্দু, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার বেঞ্জামিন মুর্মু ও একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতা।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেইসাধে এই বিজয় ছিনিয়ে আনতে বাংলাদেশের আপামর জনসাধারণ ও মা-বোনরা যে কষ্ট স্বীকার, আত্মত্যাগ ও নিজদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছিলেন সে ইতিহাস তারা তুলে ধরেন। বক্তব্য শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।