নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজন ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়। শুক্রবার প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে রাজশাহী কলেজ প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। পুস্পস্তবক অর্পনের পূর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয় হতে মিছিল বের করা হয়।
নেতৃবৃন্দ মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে রাজশাহী কলেজে যান এবং শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এরপর নেতৃবৃন্দ নিশিরাতের সরকারের কবল থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করে একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য শপথ নেন।
এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য তোফায়েল হোসেন রাজু, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচি, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।
আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সিনিয়র সহ-সভাপতি মোর্ত্তজা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের সভাপতি ডলারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।