নিজস্ব প্রতিবেদক: জন হেম্ব্রমকে সভাপতি এবং নিশির কাজল সরেনকে সাধারনণ সম্পাদক করে সান্তাল মিউজিসিয়ানস এসোসিয়েশন অব বাংলাদেশ (সামাব) এর ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। এই কমিটির মেয়াদকাল ৩ বছর। সামাব মূলত সান্তাল মিউজিসিয়ান দ্বারা নির্মিত সমগ্র বাংলাদেশ কেন্দ্রিক একটি সাংস্কৃতিক সংগঠণ। যা সম্পূণরুপে একটি অরাজনৈতিক সংগঠন। বিশেষভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিদ্যমান সাঁওতাল সংগীত শিল্পীদের বৃহত্তর পরিসরে উপস্থাপনের ফলে তাদের সংস্কৃতিকে লালন, পালন, সংরক্ষণ ও বিকশিত করার লক্ষ্যে কাজ করে চলেছে। সামাব এর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হল সান্তালদের বিভিন্ন গানের দল এবং সংগীত শিল্পীদের বৃহত্তর পরিসরে উপস্থাপন/পরিবেশন করার সুযোগ সৃষ্টি করা।
এরই মধ্যে সামাব আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সাঁওতাল সংগীত উৎসব আয়োজনের মাধ্যমে সামাব এর লক্ষ্য এবং উদ্দেশ্য মোতাবেক পরিচালনা করে আসছে। এই ধারাকে বেগবান করতে সেই সাথে সংগঠনের সকল কার্যক্রম সঠিক ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে এই নতুন কমিটি ঘোষনা করা হয়।