নিজস্ব প্রতিবেদক: ‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রাজশাহীর পবায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা ও র্যালীতে অংশগ্রহণ করেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিজি, উপ-প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম ও কায়সার আলম, উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জামিল আখতার, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও মিঠু হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।