নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা ও বিকেলে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে শনিবার বিকেল ৪টায় নগরীর ডাবতলা মোড় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিল ও অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার।
প্রধান অতিথি বক্তব্যে আনার বলেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ও ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ঘোষনা দিয়েছেন। সে লক্ষে তিনি সকল ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
নতুন প্রজন্মকে বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের হাল ধরা এবং দেশীয় সংস্কৃতি চর্চা করতে ও সংস্কৃতির প্রচার-প্রসারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেইসাথে বাংলাদেশেল স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার জন্য নতুন প্রজন্মকে পরামর্শ দেন প্রধান অতিথি। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুমতি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অঞ্জনা বেগম, ১৪নং ওয়ার্ড পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ডাবলু ও লিয়াকত আলী কুমকুম ও সমাজ সেবক বাবুল আক্তার। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোকন মাসুম।