নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়। সোমবার দুপুরে পবা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা চত্বরে প্রধান অতিথি থেকে এসব বাছুর বিতরণ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমি চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পবা উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অত্র প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান ও পবা প্রাণি সম্পদ অফিসার ডা. সাগর খোন্দকার।
প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ বাছুর প্রাপ্তদের উদ্যেশ্যে বলেন, এই বকনা বাছুর কোনভাবেই বিক্রি করা যাবেনা। পরিচর্যাসহ ভাল করে লালন ও পালন করার পরামর্শ দেন তারা। সেইসাথে ইলিশ সম্পদ বাঁচাতে সরকারী নিদের্শনা পালন করার আহ্বান জানান তারা।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান বলেন, রাজশাহীর মৎসজীবীদের কিছুটা ভিন্ন পেশায় নিয়োজিত করার লক্ষে পবা এবং চারঘাট উপজেলার মোট চল্লিশজন মৎস্যজীবীর মধ্যে মোট দশ লক্ষ টাকার বকনা বাছুর প্রদান করা হয়।