বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জিসাস’র প্রতিষ্ঠাতা আবুল হাশেম রানার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ষোল বছর পর চালু হলো পবার দামকুড়া পশুহাট গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লক্ষ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার যুবদল নেতা সুইট’র পানি ও বিস্কুট বিতরণ অব্যাহত মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি রাজশাহী সরকারি সিটি ও রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাজশাহীতে বালি মহাল নিয়ে চলছে তেলেসমাতী যুবদল নেতা সুইট’র পানি ও বিস্কুট বিতরণ পারভেজ হত্যার প্রতিবাদে নওহাটা পৌর ছাত্রদলের মানববন্ধন

বিএনপি নেতা এ্যাড. এমরান আলী’র মৃত্যুবার্ষিকীতে দৈনিক বার্তা পরিবারের স্মরণ ও দোয়া

  • প্রকাশ সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বহুল প্রচলিত ও জনগণ সমাদৃত উত্তর জনপদ থেকে প্রকাশিত প্রথম শ্রেণীর একমাত্র জাতীয় পত্রিকা পরিবারের উদ্যোগে মরহুম এ্যাডভোকেট এমরান আলী সরকারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তাঁকে শ্রদ্ধায় স্মরণ করা হয়। এ্যাডভোকেট এমরান আলী সরকার দৈনিক বার্তা অছি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে সাবেক ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ছিলেন। সেইসাথে তিনি বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের সংগঠকও ছিলেন।

সোমবার বাদ আসর দৈনিক বার্তা ভবনে আয়োজিত স্মরণ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক ও দৈনিক বার্তা ট্রাস্টি বোর্ডেও সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। উপস্থিত ছিলেন মরহুম এমারনা আলীর ছেলে আশরাফ জামান আব্বু, সমস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুন, স্টাফ ফটো সাংবাদিক মিলন শেখ, স্টাফ রিপোর্টার ফজলুল করিম বাবলু ও গোলাম রাব্বানী, মেশিন ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, কম্পিউটার ইনচার্জ আব্দুল গফুর।

সার্কুলেশন ম্যানেজার আনোয়ারুল ইসলাম স্বপন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী মোল্লা, সহকারী হিসাব রক্ষক সোহেল রানাসহ অত্র পত্রিকার অন্যান্য সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনায় মরহুম এমরান আলীর বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি বলেন, মরহুম এমরান আলী যেমন আইন পেশার সাফল্যেও স্বাক্ষর রেখে গেছেন, তেমনি রাজনৈতিক জীবনেও তিনি ছিলেন সফল। এমরান আলী সরকার সারা জীবন মানুষের পাশে থেকে সেবা করে গেছেন। এছাড়াও বিএনপি’র হয়ে দলকে সুসংগঠঠিত করে রেখে ছিলেন। তাঁর মৃত্যুতে যেমন দৈনিক বার্তার ক্ষতি হয়েছে, তেমনি দলের অপুরণীয় ক্ষতি সাধিত হয়েছে। বক্তব্য শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin