নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা বাদে সারাদেশের ন্যায় রাজশাহীতে ২৪ ডিসেম্বর গণমিছিল অনুষ্ঠিত হবে। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দূর্নীতি-দু:শাসন. গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা, বিএনপি অফিস ভাঙ্গচুর, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আটককৃত সকল নেতাকর্মী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই গণমিছিল অনুষ্ঠিত হবে।
এই গণমিছিল সফল করতে মঙ্গলবার রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে দুপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য রোকনুজ্জামান আলম, সদর উদ্দিন, রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, শাহজাহান আলী, অধ্যাপক সিরাজুল ইসলাম, কামরুজ্জামান হেনা, সাইদুর রহমান মন্টু, শাহাদৎ হোসেন, চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসদুর রহমান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ১০দফা বাস্তবায়নের এই গণমিছিলকে জনসমুদ্রে পরিণত করতে হবে। বাংলাদেশের আর চারটি মিছিলের থেকে রাজশাহী জেলার মিছিল হবে সব থেকে বড়। এ লক্ষে এখন থেকেই বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতিমূলক সভা করতে হবে। জনগণকে এই মিছিলের গুরুত্ব বোঝাতে হবে বলে উল্লেখ করেন তিনি। শেষে মিছিল সফল করতে সময়মত নির্ধারিত স্থানে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে উপস্থিত হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কোন প্রকার ভয় করা যাবেনা। জন্মও একবার, মৃত্যুও একবার। এখন দেয়ালে পিট ঠেকে গেছে। মৃত্যু ও জেল জলুমকে ভয় করে আর কোন লাভ নেই। এখন শুধু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে এই ফ্যাসিস্ট সরকারের পতন করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।