নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাগানপাড়ায় অবস্থিত মুক্তিদাতা হাই স্কুলের ২০২২ শিক্ষা বর্ষেও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা সমৃদ্ধ বার্ষিক মুখ পত্র “মুক্তির দর্পণ” এর মোড়ক উন্মোচন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগানপাড়া ক্যাথিড্রাল ধর্মপল্লীর ইনচার্জ ফাদার উত্তম রোজারিও।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা ঘরামীর সঞ্চালনায় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্জ্বলন ও দলীয় নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য শেষে প্রথম থেকে তৃতীয়স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভূল কোন পরাজয় নয়। এটা হচ্ছে শিক্ষা। যারা কাজ করে ও লেখাপড়া করে তারাই ভূল করে। ভূল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, কথায় আছে একবার না পারিলে দেখ শতবার। একজন মানুষ যদি নিজেকে বদলাতে চায় তাহলে কঠোর পরিশ্রম, সততা ও অধ্যাবশায় করতে হবে। শিক্ষাজীবন ঠিক একটি রকম। এখন থেকে নিজেকে মেলে ধরতে এবং দেশের কাজে নিজেকে নিয়োজিত করতে হলে ভাল করে লেখাপাড় করে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে। আর কমলমতি এই সকল শিক্ষার্থীদের মাতৃশ্নেহে শিক্ষা প্রদান এবং অভিভাবকদের সন্তানদের সময় দেয়া এবং বিশেষভাবে নজর রাখার আহ্বান জানান প্রধান অতিথি।