নিজস্ব প্রতিবেদক: মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম রাজশাহী এর উদ্দ্যোগে রাজশাহী কলেজ মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০টায় ইয়ুথ ক্যাম্প অনুষ্টিত হয়। ক্যাম্পে অংশগ্রহণ করেন রাজশাহী কলেজ শাখার ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্র সমাজসহ অন্যান্য বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীবৃন্দ। এই ইয়ুথ ক্যাম্পটি মূলত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক ব্যবস্থাপনা এবং ইউএসএইড এর আর্থিক সহযোগীতার পরিচালিত পলিটিক্স মাটার্স (https://www.politicsmatters.com.bd/) ওয়েব সাইটের ব্যবহার করে তুরুণরা কিভাবে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতে পারে তা তুলে ধরা হয়।
ক্যাম্পে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ, মোহাম্মদ আবদুল খালেক, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম স্বপন। এছাড়াও রাজশাহী মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, সহ-সভাপতি গোলাম মোস্তফা মামুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার মিতা, সহ-সাংগঠনিক সম্পাদক রোকসানা মেহেবুব চপলা, সিফাত জেরিন তুলি, কোষাধক্ষ-সামসুনন্নাহার মুক্তি, নির্বাহী সদস্য রোকসানা বেগম টুকটুকি ও সকিনা খাতুন।
আরো উপস্থিত দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনা রাজশাহী বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক আসমা আকতার ও প্রোগ্রাম সহকারী ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী রায়হান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৭তম এবং ১৮তম ব্যাচের ফেলো- ফজলে রাব্বি ও এমদাদুল হক লিমন। অনুষ্ঠানে অন্যান্য শিক্ষার্থীসহ প্রায় ৭২ জন উপস্থিত ছিলেন।