নিজস্ব প্রতিবেদক:: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউপি চেয়ারম্যান সোহেল রানার বাবা মজিবুর রহমানকে (৫৪) আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী রাতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মজিবুর ও তার ছেলে সোহেলের নামে থানায় একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চলানো হয়। এ সময় তার বাড়ি থেকে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তাকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান- এই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।