বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ষোল বছর পর চালু হলো পবার দামকুড়া পশুহাট গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লক্ষ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার যুবদল নেতা সুইট’র পানি ও বিস্কুট বিতরণ অব্যাহত মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি রাজশাহী সরকারি সিটি ও রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাজশাহীতে বালি মহাল নিয়ে চলছে তেলেসমাতী যুবদল নেতা সুইট’র পানি ও বিস্কুট বিতরণ পারভেজ হত্যার প্রতিবাদে নওহাটা পৌর ছাত্রদলের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পালিত

নাচোলে সাঁওতাল সম্প্রদায়ের নবান্ন উৎসব পালিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৪২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাঁচোল উপজেলায় স্খুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের নবান্ন উৎসব পালিত হয়। গতকাল রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে নাচোল ইউনিয়নের মনাইল গীর্জা প্রাঙ্গনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নিবার্হী অফিসার মোহামেনা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্তরঞ্জন সরদার ্রগাম প্রধান নয়ন হেম্ব্রম, শিক্ষক সুশিল চঁড়ে, আদিবাসী নেতা যতীন হেম্ব্রম ও আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান । অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

এছাড়াও একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু ও সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহ্জাহানসহ অত্র এলাকারা আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ আদিবাসী জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, নবান্ন উৎসব বাঙালীর প্রানের উৎসব। সেই প্রাচীনকাল থেকে গ্রামগঞ্জে ঘরে ঘরে এই উৎসব পালিত হয়ে আসছে। তবে ক্ষুদ্র নৃতাত্তিক জাতিগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায় নবান্ন উৎসব পালন না করলে কেউ নতুন ধানের ভাতসহ অন্যান্য খাবার খায়না। এজন্য ঐ সকল সম্প্রদায়ের জন্য এই উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ন বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ পিঠা উৎসবে বিজয়ীদেও মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin