বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ষোল বছর পর চালু হলো পবার দামকুড়া পশুহাট গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লক্ষ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার যুবদল নেতা সুইট’র পানি ও বিস্কুট বিতরণ অব্যাহত মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি রাজশাহী সরকারি সিটি ও রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাজশাহীতে বালি মহাল নিয়ে চলছে তেলেসমাতী যুবদল নেতা সুইট’র পানি ও বিস্কুট বিতরণ পারভেজ হত্যার প্রতিবাদে নওহাটা পৌর ছাত্রদলের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পালিত

বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩১৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী গবেষণাগারে টেকসই উন্নয়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিসিএসআইআর কি ভাবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, তিনি বিসিএসআইআর, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানসমূহকে যৌথভাবে গবেষণা করার আহবান জানান। এ ছাড়াও দর্শক শ্রোতা হিসাবে ছিলেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি, শিল্পোদ্যেক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্তরের জনসাধারণ।

বিসিএসআইআর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আহসানুর রাব্বী তাঁর স্বগত বক্তব্যে অংশীজন কর্মশালার গুরুত্ব তুলে ধরেন ও চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সাহায্য করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও টেকসই উন্নয়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের ভূমিকা” শীর্ষক কর্মশালা ও বিসিএসআইআর গবেষণাগার, রাজশাহী এই দীর্ঘ পথ পরিক্রমায় তাঁদের প্রাপ্তি ও প্রচেষ্টার চম্বকাংশ তুলে ধরে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. নুরুল হুদা ভুঁইয়া।

সভায় সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণে, প্রকাশিত মতামতে, অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বক্তব্যে অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠে। কর্মশালায় আলোচনায় উঠে আসে উত্তর অঞ্চলের অর্থনীতি কৃষি নির্ভর এবং ফল চাষের জন্য উপযোগী। সেই ধারাবাহিকতায় কৃষি উপজাত থেকে অত্র গবেষণাগারে আবিষ্কৃত শিল্পপণ্যের কাঁচামাল, গবাদিপশুর খাদ্য, হাসমুরগির খাদ্য এবং মৌসুমি ফল সংরক্ষণের উপায়, ভিটামিন সমৃদ্ধ বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট ইত্যাদি বিষয়ক প্রযুক্তি দর্শক-শ্রোতা ও শিল্পোদ্যক্তাদের প্রশংসা পায় যা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে উপযোগী।

অনুষ্ঠানে বিশেষ ভাবে উঠে আসে রাজশাহী উৎপন্ন আম আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দুর করতে আন্তর্জাতিক মান সম্পন্ন বিশ্লেষণ সেবা প্রদানকারী ল্যাব প্রতিষ্ঠার বিষয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ও বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. সেলিম খান অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত ও সর্বাঙ্গীন সুন্দর করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin