নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্দ্যোগে ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা শুক্রবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে আত্মঘাতি গোল খেয়ে ২-০ গোলে ফর্টিস ফুটবল ক্লাব হেরেছে গতবাবেব চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এর নিকট। খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বসুন্ধরার বা্িরজলিয়ান ফুটবলার মিগুইল ফিরিরা ড্যামাসিনো ১টি গোল করে দলকে জয়ের দিকে একধাপ এগিয়ে নেন।
এছাড়াও খেলার ৫০ মিনিটের মাথায় আত্মঘাতি গোল খায় ফর্টিস ফুটবল ক্লাব। ফলে তারা ২-০ গোলে হেরে যায়। এই মাঠে আগামী ১৪ জানুয়ারী ফর্টিস ফুটবল ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস অংশ নেবে। জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে বেলুন ফেষ্টুন উড়িয়ে এই লীগের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।
উদ্বোধনীতে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একজন ভালো মাপের ফুটবল খেলোয়াড় ছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলাকে সহযোগিতা করে আসছেন। তাই রাজশাহীতে এ ধরনের খেলা আয়োজন করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সহ-সভাপতি কল্যাণ চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন, নিবার্হী সদস্য রোকনুজ্জামান ও জেলা ফুটবল এসোেিয়শনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারসহ অন্যান্য সদস্য ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।