নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর ভাটাপাড়ায় ঐতিহ্যবাহী অগ্রদুত ক্লাবের আয়োজনে ক্রীড়া, যেমন খুশি তেমন সাজো ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রদুত ক্লাবের সভাপতি নাসির উদ্দিন শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ, ক্রীড়ামোদি শরীফুল ইসলাম অপু, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি ও মজিবুর রহমান মোহন।
এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অগ্রদুত ক্লাবের সহ-সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক ইন্তাজ জামিন দিপন ও সাংগঠনিক সম্পাদক জাকীর হোসেন সঞ্জুসহ অত্র ক্লাবের অনান্য সদস্যগণ এবং এলাকাবাসী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভাটাপাড়ার ঐতিহ্যবাহী অগ্রদুত ক্লাব সর্বদা সব ধরনের খেলার আয়োজন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দিনব্যাপি ক্রীড়াসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে। অত্র প্রতিযোগিতায় এলাকার ছেলে মেয়েরা অংশগ্রহন করে। শুক্রবার তার পুরস্কার বিতরণ করা হলো। এই ধারা আগামীতেও অয্যাহত থাকবে। সেইসাথে পূর্বেও ন্যায় সার্বিক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন তিনি।