বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালিত রাজশাহীতে ক্রয়কৃত সম্পত্তি থেকে বেদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মান্নান, খোকন হাসেন আলী পরিষদের পরিচিতি সভা জিসাস’র প্রতিষ্ঠাতা আবুল হাশেম রানার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ষোল বছর পর চালু হলো পবার দামকুড়া পশুহাট গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লক্ষ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার যুবদল নেতা সুইট’র পানি ও বিস্কুট বিতরণ অব্যাহত মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি রাজশাহী সরকারি সিটি ও রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাজশাহী কোর্ট কলেজের ৯৭ ব্যাচের রজতজয়ন্তী ও পারিবারিক মিলন মেলা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘বন্ধুত্বের ঐক্যে পারিবারিক বন্ধন’ এই স্লোগানে রাজশাহী কোর্ট কলেজের ১৯৯৭ইং সালের এইচ.এস.সি ব্যাচের রজতজয়ন্তী ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। রাজশাহী পদ্মা নদীর ধার সংলগ্ন অবকাস হল রুমে এ লক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজতজয়ন্তী ও পারিবারিক মিলন মেলা উদযাপন কার্যনির্বাহী কমিটির সভাপতি এডভোকেট শামিম আখতার হৃদয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আকবর হোসেন, রাজশাহী কোর্ট কলেজের বর্তমান অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান ও সাবেক উপাধ্যক্ষ রইসুদ্দিন।

আরো উপস্থিত ছিলেন অত্র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জিয়াউল হক মুকুল, ফররুখ আহমেদ শিশির, আবু আহমেদ লাল্টু, সাধারণ সম্পাদক গোলাম কালাম মুরশেদ কাজেম, সহ-সাধারণ সম্পাদক কায়সার হামিদ শাহিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর সিদ্দিক সুজন, সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, আহ্বায়ক কমিটির আহ্বায়ক সামসুজ্জামান রুবেল। এছাড়াও কার্যনির্বাহী কমিটির এবং আহ্বায়ক কমিটিসহ অন্যান্য কমিটির সকল সদস্য এবং ১৯৯৭ সাল ব্যাচের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য রুখসানা আকতার লাকী।

কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এর পর সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেইসাথে অতিথিবৃন্দ সবাই মিলে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। শেষে অতিথিবৃন্দরা ১৯৯৭ সালের এইচ.এস.সি ব্যাচের কর্মময় জীবন সুন্দর ও ভবিষ্যৎ জীবন যেন সুখময় হয় সেজন্য দোয়া কওে বক্তব্য রাখেন। পরে অত্র ব্যাচের মৃত শিক্ষার্থী ও অত্র কলেজের মৃত শিক্ষকদের রুহের মাগফিরাত কামনা করেন। সেইসাথে তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। উদ্বোধন শেষে উপস্থিত সকলেই বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। দিন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin