নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণ-বিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে সারা বাংলাদেশের সকল ইউনিয়নে শান্তিপূর্ণ পদযাত্রা সফল করার লক্ষ্যে চারঘাট উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজকের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী তালুকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন উজ্জল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মুরাদ পাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আকবর আলি সরকার, চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ কায়েম উদ্দিন, আরো উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল হক জহুর, চারঘাট পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাশিদুজ্জামান তিতাস, চারঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, চারঘাট পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রিকো, চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শামীম ইসলাম সহ বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত প্রস্তুতি সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জীবন।