শান্তিপূর্ণ পরিবেশের কারণেই ভোটের অধিকার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা দেশে স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করেন।
আজ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস -২০২৩ উপলক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী অফিসার/সৈনিক পরিবারের সদস্য ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আমরা সংঘাত নয়, শান্তি চাই। জাতির পিতার পররাষ্ট্রনীতি ‘সকলেরও সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ সেটা আজও অনুসরণ করছে বাংলাদেশ।