এস.আর.ডেস্ক: রাজধানীতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি এবং ২২ জুলাই নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি কর্মসূচি সুষ্ঠুভাবে পালনে বিএনপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। পদযাত্রায় পরিকল্পনা মন্ত্রণালয়ের রুটটি পরিবর্তনের জন্য ডিএমপির পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে। তবে কর্মসূচির প্রচারণায় মাইকিং না করার আহ্বান জানিয়ে বিএনপিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুপারিশ করেছেন ডিএমপি কমিশনার।
পদযাত্রা কর্মসূচির বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধিদল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
পরে সাংবাদিকদের এই নেতা বলেন, ‘তাঁরা আন্দোলনের মাঠে রয়েছি। তাঁদের যে দাবি বা টার্গেট একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা যে নামেই হোক না কেন। নিরপেক্ষ নির্বাচনী আমাদের মুখ্য দাবি। তাঁরা একটু শান্তিপূর্ণ অংশগ্রহণ মূলক নির্বাচন চান। সেজন্য তাঁরা এক দফা ঘোষণা করেছেন বলে উল্লেখ করেন। তারা আশা করেন, এই সরকার পদত্যাগ করে সংসদ ভেঙ্গে দেবে। এই সরকারই নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করার একটা ব্যবস্থা করবে।
পদযাত্রার অনুমতি মিলেছে কি না- জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আমাদের কর্মসূচির বিষয়ে অবহিত করেছি। যেখানে একটি টেবিল আলোচনা হয়েছে। সামনাসামনি আলোচনা হচ্ছে, মৌখিকভাবে সৌজন্যতা। সেখানে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। তারা সহযোগিতা করবেন। এখানে অনুমতির খুব একটা প্রয়োজন পড়ে না। যেখানে মৌখিক আলোচনা হয়েছে।’
মাইকিং থেকে বিরত থাকার বিষয়ে জানতে চাইলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘ওনারা বলেছেন সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণা চালাতে, লিফলেট বিতরণ করতে। এখানে কোনো সমস্যা নেই, ওনারা সহযোগিতা করবেন। উল্লেখ্য, রোববার বেলা ১১টায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করে। সেখানে তারা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে ৩০ মিনিট বৈঠক করেন।
বৈঠকে কমিশনারের কাছে পদযাত্রা কর্মসূচি করার অনুমতি চেয়ে করা লিখিত আবেদন জমা দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ ও আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।