এস.আর.ডেস্ক: বৈষম্যের অবসান ঘটাতে বেসরকারি শিক্ষকদের সব ন্যায়সংগত দাবির পাশে থাকার অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন। এছাড়াও আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি এবং সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মঙ্গলবার কলেজের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষকেরা দেশের মূল শক্তি বলে উল্লেখ করে তিনি বলেন, পুরো জাতির সাফল্য নির্ভর করে তাঁদের ওপর। শিক্ষিত জাতিই পারে সমাজ ও সভ্যতাকে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে। আর শিক্ষিত জাতি গঠনে মেরুদণ্ড হিসেবে কাজ করেন শিক্ষক। সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে তার অবসান ঘটাতে শিক্ষকদের সব ন্যায়সঙ্গত দাবির পাশে তিনি আছেন এবং আগামীতেও থাকবেন বলে উল্লেখ করে মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীরা কী করছে দেখতে হবে। তারা স্কুলে নিয়মিত আসছে কি না। নিয়মিত না আসলে তাদের খোঁজখবর নিতে হবে। তাদের অভিভাবকদের কাছে চিঠি দিতে হবে। অভিভাবক সমাবেশ করে তাদের শিক্ষার গুরুত্ব বোঝাতে হবে। কী সমস্যার কারণে তারা ক্লাসে অনুপস্থিত ছিল, সে বিষয়েও জানতে হবে বলে পরামর্শ দেন তিনি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, এর পাশাপাশি নৈতিকতা শিক্ষার উপরে জোর দিতে হবে বলে জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন- আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব, গভর্নিং বডির সদস্য নূরুল ইসলাম লিটন, সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস ও সৈয়দ মেহেদী হাসান, প্রভাষক খান মারুফ সামদানী ও প্রভাষক আকলিমা সুলতানা প্রমুখ। এসময় কলেজ গভর্নিং বডির অন্যান্য সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।