নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের অর্থায়নে এসবিসি প্রকল্পের আয়োজনে পররামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে “বাল্যবিবাহ বন্ধ, এর কারন ও ডেঙ্গু প্রতিরোধে জনঅংশগ্রহন নিশ্চিতকরণ” বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এত্তাজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমাম সমিতির সভাপতি আব্দুল রহিম ও অনুষ্ঠানটি সমন্বয় করেন এসবিসি প্রকল্প প্রোগ্রামার উত্তম মন্ডল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সমাজকর্মী, যুব সমাজ ও বিভিন্ন পেশা শ্রেণির মানুষ উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন সুপারিশ ও পদক্ষেপ গ্রহন করে। সেইসাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের এই ব্যবস্থাপনাকে প্রশংসা করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থা এসবিসি প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার, সমাজ সচেতন ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিয়মিত গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলে জানান প্রকল্প প্রোগ্রামার উত্তম মন্ডল। আগামীতে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টির এই জেলায় বাল্য বিবাহ ও শিশু নির্যাতন বন্ধ করাই হবে এই প্রকল্পের মূল লক্ষ্য।