নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ গ্রহীতাদের সাথে উঠান বৈঠক, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ, নওহাটা পৌরসভা, মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন, কাশিয়াডাঙ্গা ভূমি অফিস চত্বরে গাছের চারা রোপন ও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত সভাপতিত্ব করেন। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: সুব্রত কুমার সরকার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহীনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় কুমার সরকার, উপজেলা সহকারী প্রোগ্রামার (বেনবেইস) ইসমোতারা খাতুন, উপজেলা আনসার কর্মকর্তা আকরাম হোসেন,উপজেলা তথ্য কর্মকর্তা জিনিয়া শারমিন, উপজেলা একোডেমিক সুপারভাইজার আয়েশা নাজনিন ও উপজেলা বনায়ন কর্মকর্তা আব্দুল মান্নান।
এছাড়া বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পবা থানা অফিসার ইনচার্জ শেখ মোবারক পারভেজ, দামকুড়া থানা অফিসার ইনচার্জ, কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ, শিক্ষক, ভূমি অফিসের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।