বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

বেগম জিয়ার কিছু হলে এর দায় এই সরকারকেই নিতে হবে: মিনু

  • প্রকাশ সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার সাপের লেজে পা দিয়ে বসে আছে। কারন বেগম জিয়া অত্যন্ত অসুস্থ। সুচিকিৎসার অভাবে তাঁর শরীরে নানা ধরনের অসুখ বাসা বেধেছে। এই মুহুর্তে তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করা প্ররয়োজন। না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কোন ধরনের অঘটন ঘটলে এর দায় সরকারকেই নিতে হবে। বিএনপি তথা দেশবাসী এই সরকারকে ছাড় দেবেনা বলে রোববার বিকেলে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের দাবীতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি বলেন, বিএনপি’র গণজোয়াড় শুরু হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি উপক্ষো করে বিএনপি , অঙ্গ ও সহযোগি দলের নেতৃবৃন্দ বেগম জিয়ার মুক্তির দাবীতে ভূবন মোহন পার্কে উপস্থিত হয়েছেন। এটাই প্রমান করে এই সরকারের দিন শেষ। তিনি আরো বলেন, এই সরকার, বিরোধী দল, কর্তমান ও সাবেক আমলা, সকল উচ্চপদস্থ কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে আমেরিকান সরকার সেংশন কার্যকর শুরু করেছে। এ নিয়ে বতর্মান সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর গাত্র হয়েছে। তিনি বলছেন তাঁর ছেলের সকল সম্পদ বায়েজাপ্ত করলেও তাঁর কোন চিন্তা নাই। ছেলে দেশে এসে থাকবে। তার মানে এটাই প্রমান করে তাঁর ছেলে একজন দূর্নীতিবাজ।

তিনি আরো বলেন, এই সরকারের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে বলে বেড়াচ্ছেন এই সেংশন তাদের উপরে নয়। বর্তাবে বিএনপি’র উপরে। তার মানে এখন তারা বিএনপিকে বিরোধী দল হিসেবে দেশবাসীকে দেখা চাচ্ছে। কিন্তু দেশবাসী জানে কোন দলকে এই বিনা ভোটের সরকার বিরোধী দল বানিয়ে রেখেছে। তিনি বলেন, বিএনপি কোনদিন জোর করে ভোট করেনি। দিনের ভোট রাতে করেনি। গণতন্ত্র ও জনগণের স্বাধীনতা বিনষ্ট করেনি। যা এই সরকার করেছে বলে তিনি উল্লেখ করেন। সেইসাথে দ্রুত বিতারিত হওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন তিনি। সেইসাথে দ্রুত বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবী জানান। এছাড়াও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর বিরুদ্ধে ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বাংলাদশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে সামবেশে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা সদস্য সচিব মামুন অর রশিদ মামুন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিবলী, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

এছাড়াও মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহিলা দল কেন্দ্রীয় কমিটির মহানগর সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহীসহ মহানর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin