নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদকে ফরমায়েশি রায়ের তিন বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত । এই রায়ের প্রতিবাদে আগামী পহেলা অক্টোবর রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। এছাড়াও আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সোমবার বিকেলে বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদ্যস অধ্যাপক আব্দুস সামাদ, আবু রায়হান, রোকনুজ্জামান আলম, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, আলী হোসেন, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, কামরুজ্জামান হেনা, সামসুর রহমান বিল্টু, ডিএম জিয়া, মোহনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আর রশিদ, কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মোজাফ্ফর হোসেন, বাঘা পৌর বিএনপি’র আহ্বায়ক কামাল হোসেন, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম ও আড়ানী পৌর বিএনপি’র সদস্য বিল্টু।
উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।