নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কোর কমিটির সদস্য, ভলান্টিয়ার ও কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের সমন্বয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রকল্প সমাপনি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্প শেষ হলো।
দ্বিতীয়বারে এই প্রকল্পের মাধ্যমে কি কাজ হয়েছে এবং কি শিক্ষা হলো তা এই লার্নিং ওয়ার্কসপের মাধ্যমে মূল্যায়ন করা হয়। সেইসাথে প্রকল্প না থাকলে আগামী বস্তিবাসীর উন্নয়নে কিভাবে কাজ হবে সে বিষয়ে আলোচনা হয়। ওয়ার্কসপে রাজশাহী ও সিরাজগঞ্জে চলমান প্রকল্পের ভলান্টিয়ার, কোর কামটির সদস্য ও কমিউনিটি লিডারগণ উপস্থিত ছিলেন।
নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত সমাপনি ওয়ার্কশপে সভাপতিত্ব করেন রাজশাহী রাজশাহী সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক সামসুন্নাহার খাতুন, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও সদস্য সাংবাদিক ফজলুল করিম বাবলু।
এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ইনচার্জ অসীম ক্রুশ ও কারিতাস রাজশাহী অঞ্চলের টেকনিক্যাল অফিসার সামসুল হক ও কমিউনিটি সোস্যাল ল্যাব এর কমিউনিটি ফ্যাসিলিটেটর আনন্দ রবিদাস উপস্থিত ছিলেন। প্রকল্প না থাকলেও কিভাবে বস্তিবাসীর উন্নয়নে কাজ করা যাবে সে বিষয়ে আলোচনা হয়। সেইসাথে একটি পরিকল্পনা গ্রহনসহ চলমান অবশিষ্ট কাজ করার জন্য রাসিক ৫ ও ৭ ওয়ার্ড কাউন্সিলরের উপরে দ্বায়িত্ব প্রদান করা হয়।