নিজস্ব প্রতিবেদক: বৈকালী সংঘ এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, বৈকালী সংঘ এবং রাজশাহী জেলা দলের সাবেক ক্রিকেট খেলোয়াড় এবং প্রাথমিক ক্রিড়া প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর প্রশিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান নুরুর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ যোহর নগরীর ঝাউতলা মসজিদে প্রথম জানাযা এবং ২.৩০টায় সিএন্ড বি মোড়ে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে হাতেম খাঁন গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটর খেলোয়াড় ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাবেক জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার শাহনেয়াজ শহীদ শানু, রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক আবুল হোসেন, ইমতিয়াজ আহমেদ, শামসুল হুদা, মোসাদ্দেকুল কুদ্দুস সেলিম, এস এম সালাহউদ্দীন রতন, রইস উদ্দিন আহমেদ বাবু, আলী আক্তার তপন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও
বৈকালি সংঘ পরিবারের সকল সদস্য ও কর্মকর্তা বৃন্দ। সেইসাথে রাজশাহীর বিশিষ্ট ক্রীড়া সংগঠক বৃন্দ, খেলোয়ার, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব সহকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাযা বক্তব্যে বৈকালের সংঘের সভাপতি বলেন, রাজশাহী ক্রীড়াঙ্গনে তথা ক্রিকেট অঙ্গনে নুরুজ্জামান নুরু চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হল তা পূরণীয় নয়। দীর্ঘ খেলোয়াড়ি জীবনে অসংখ্য ক্রীড়াবিদ ও ক্রিকেটার তৈরি করেছেন তিনি। কিছু কিছু খেলোয়াড় রয়েছে যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ এই পথ চলায় যদি নুরুজ্জামান নুরু যদি কোনরকম ভুলভ্রান্তি করে থাকেন সেজন্য তিনি সবার নিকট ক্ষমা প্রার্থনা করেন। সেইসাথে কোন প্রকার দেনা-পাওনা থাকলে বৈকালির সংঘের সভাপতির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন। শেষে মরহুমের রুহেম মাগফিরাত কামনা করেন তিনি।