নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বুধবার বাদ আসর রাজশাহীর সপুরা এলাকায় পবা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপর্সান, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর নি:শর্ত মুক্তি ও সুস্থ্যতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য আব্দুর রাজ্জাক, পবা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পবা উপজেলা ইউনিয়ন বিএনপি’র সকল আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব, পবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, কামরুজ্জামান, কাশেম মেম্বর, হাবিব ও রাজু আহমেদ, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আকতারুজ্জামান, সদস্য সচিব মিনারুল ইসলাম, তাঁতী দলের সভাপতি আব্দুল ওহাব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, পবা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, হাসান আলী, সুমন ও লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ এডভোকেট শফিকুল হক মিলনের বিরুদ্ধে আনিত সকল মিথ্যা মামরা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবী জানান। সেইসাথে তাঁর বেগম জিয়া ও মিলনের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।