নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন পালিত হয়। বৃহস্পতিবার দুপুরে অলকার মোড় রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রুপকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নসারথী, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র শুভদিন উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন সভায় সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ আব্দুল ওয়াদুদ দ্বারা, উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. পিএম সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও আলফোর রহমান, সদস্য নকিবুল ইসলাম নবাব, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের সাবেক সভাপতি আবু সালেহ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মার্জিনা পারভীন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু। এছাড়াও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ।
সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে দেশ এত উন্নয়ন হয়েছে। তাঁর অক্লান্ত পরিশ্রমে আজ দেশ বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা এই ৭৭ বছর বয়সেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আগামী বছরের প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে যেন আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে সেজন্য নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান। সেইসাথে জামায়াত বিএনপি’র ষড়যন্ত্র রুখে দেয়ার পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।